ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একটি বাদে উপসাগরীয় অঞ্চলের সব দেশ হত্যার নিন্দা জানিয়েছে: ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ২ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিজাদে বলেছেন, একটি বাদে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার নিন্দা জানিয়েছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব ইসরাইলের।

গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে খাতিবজাদে একথা বলেন। গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবন ও গবেষণা সংস্থার প্রধান ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি চালিয়ে শহীদ করে।

হত্যাকাণ্ডের পর পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার, ওমান, সংযুক্ত আর আমিরাত, ইরাক, আফগানিস্তান এবং কুয়েত-সহ অন্যান্য দেশ নিন্দা ও সমবেদনা জানিয়েছে।

খাতিবজাদে বলেন, ড. ফাখরিজাদের শাহাদাতের পর আমরা এ অঞ্চলের বিভিন্ন দেশ থেকে নিন্দা ও সমালোচনার বার্তা পেয়েছি। তবে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশ  নিন্দা জানিয়েছে, শুধুমাত্র একটি দেশ জানায় নি।

ইরানের এ মুখপাত্র সৌদি আরবের নাম উল্লেখ না করে বলেন, একটি মাত্র দেশ সন্ত্রাসবাদী এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ ইরানকে ধৈর্যধারণের পরামর্শ দিয়ে বার্তা পাঠিয়েছেন। এ ব্যাপারে খাতিবজাদে বলেন, তারা যা খুশি তাই বলতে পারে তবে ইরান স্বাধীনভাবে এর উপযুক্ত জবাব দেবে যা থেকে হত্যাকাণ্ডের নির্দেশদাতারা সর্বোচ্চ কষ্ট অনুভব করবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি