ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ভারতে রহস্যজনক অসুখে হাসপাতালে ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৭ ডিসেম্বর ২০২০

ভারতে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই দেখা দিয়েছে রহস্যজনক এক অসুখ। দেশটির অন্ধ্রপ্রদেশের এলুরু অঞ্চলে বমি বমি ভাব এবং তারপর অজ্ঞান হয়ে পড়ার পর ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহস্যজনক এই অসুখের তদন্ত করে দেখেছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

চিকিৎসকরা বলছেন, আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। সেই আশঙ্কায় সেখানে সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলছে, অসুস্থ সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের কারো শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এলুরু সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, অসুস্থদের মধ্যে বিশেষ করে শিশুরা হঠাৎ করেই বমি করা শুরু করে। চোখে জ্বালাপোড়া হচ্ছে বলে জানিয়েছে এই শিশুরা।

এদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পরে। তাদের মধ্যে কারও কারও শরীরে খিচুনি দেখা দেয়। এই অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়া হলে সেখানে অসুস্থদের অনেকেই দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তারপর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী আলা কালী কৃষ্ণা শ্রীনিভাস জানিয়েছেন, এদের রক্ত পরীক্ষায় কোন ধরনের ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা এলুরু সফর করেছেন। তারা পানি ও বায়ুতে কোন ধরনের দূষণের কারণে এই সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন। তবে অসুস্থদের নানা ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং একমাত্র ল্যাবে সেসব পরীক্ষার পরই আসল কারণ জানা যাবে।

এদিকে, এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলেগু দেশম পার্টি আরও বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি কোন ধরনের দূষণই এই রহস্যজনক অসুখের জন্য দায়ী।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি