ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের আইনজীবী জুলিয়ানি করোনা পজিটিভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার ট্রাম্প টুইট করে এ খবর জানান।

মার্কিন নির্বাচনের ফলাফল উল্টে দেয়ায় ট্রাম্পের আইনী প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন আইনজীবী জুলিয়ানি।

ট্রাম্প টুইটারে করোনাভাইরাসকে চায়না ভাইরাস উল্লেখ করে বলেন, এ পর্যন্ত নিউইয়র্ক সিটি ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মেয়র এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারের নির্বাচন যে সবচেয়ে জালিয়াতিপূর্ণ হয়েছে তা উন্মোচনে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাওয়া জুলিয়ানির চায়না ভাইরাস পজিটিভ এসেছে।

ট্রাম্প সাধারণত করোনাভাইরাসকে চায়না ভাইরাস উল্লেখ করেন। আর এতে ক্ষুব্ধ হয় চীন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি