ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাইজেরিয়ায় স্কুলে হামলা, নিখোঁজ কয়েকশ’ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৩ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মাধ্যমিক স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় ওই স্কুল থেকে কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। 

স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দেশটির উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ওই হামলা চালানো হয়। তবে হামলায় কোন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মোটরবাইক নিয়ে এসে বাতাসে গুলি শুরু করে। ফলে মানুষ পালিয়ে যায়। তারা গভর্নমেন্ট সাইন্স সেকেন্ডারি নামে স্কুলে হামলা চালায়। স্কুলটিতে ৮ শতাধিক শিক্ষার্থী আছে। হামলায় লোকজন ছুটোছুটি শুরু করে দেয়। অনেক শিক্ষার্থীও ভয়ে পালিয়ে যায়।

দেশটির পুলিশ জানিয়েছে, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে স্কুলের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে পুলিশ পৌঁছালে বন্দুকধারীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এই সুযোগে অনেক শিক্ষার্থী স্কুলের দেয়াল টপকিয়ে নিরাপদে পালিয়ে যায়। শুরুতে ২০০ শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে তারা ফিরে আসে। তবে স্থানীয়রা জানান, বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে নিয়ে গেছে।

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি