ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শুক্রবার ভ্যাকসিন নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১৭ ডিসেম্বর ২০২০

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী দেশের মানুষকে উৎসাহিত করতে জন সম্মুখে শুক্রবার কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন। বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। 

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমেরিকার জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেন্স ও তার স্ত্রী প্রকাশ্যে কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে গণ টিকাদান কর্মসূচির প্রথম সপ্তাহে তারা এ ভ্যাকসিন নিতে যাচ্ছেন। তাদেরকে হোয়াইট হাউসে এ টিকা দেয়ার কথা রয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৩ লাখেরও বেশি আমেরিকান নাগরিক প্রাণ হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা সার্জন জেনারেল জারোম অ্যাডামসকে একই সময় এ ভ্যাকসিন দেয়া হবে।

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকইনানি সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পও একেবারে প্রকাশ্যে এ ভ্যাকসিন নেবেন।’

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি শিগগিরই জন সম্মুখে ভ্যাকসিন নিতে আগ্রহী। ৭৮ বছর বয়সী বাইডেন এ রোগে আক্রান্তের সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে রয়েছেন।
সূত্র : এএফপি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি