ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

এবারই প্রথম ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ২০ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৩:৪১, ২০ ডিসেম্বর ২০২০

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং মানবতাবিরোধী অপরাধের শিকার ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল কানাডা। ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘে গত ১৬ ডিসেম্বর একটি প্রস্তাব ওঠে। প্রস্তাবটি ১৬৮-৫ ভোটে পাস হয়। খবর জেরুজালেম পোস্ট-এর।

গণমাধ্যমটির খবরে বলা হয়- ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একই বিষয় নিয়ে ভোটাভুটি হলে, সেটি ১৬৭-৫ ভোটে পাস হয়েছিল। কারণ গত বছর গুটিকয়েক দেশের সঙ্গে কানাডাও ভোটদানে বিরত ছিল।

গত বছর কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, গুয়াতেমালা, হন্ডুরাস, কিরিবাতি, পালাও, দক্ষিণ সুদান, টোগো ও টঙ্গো- এই ১০টি দেশ ইসরায়েলবিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

এ বছরও ওই ১০ দেশ ফিলিস্তিনের পক্ষে ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটির বিপক্ষে আর ইসরায়েলি বর্বরতার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, মার্সাল আইল্যান্ড, নাওরু ও মাইক্রোনেশিয়া।  অন্যদিকে, প্রস্তাবটি ইসরায়েলের সঙ্গে প্রত্যাখ্যান করেছে- মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, জাতিসংঘে কানাডা বরাবরই ইসরাইলের পক্ষ অবলম্বন করলেও এবারই প্রথম ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে ভোট দিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

উল্লেখ্য, চলতি মাসে এই প্রস্তাবটি ছিল ফিলিস্তিনি-সমর্থক ও ইসরায়েল বিরোধী চতুর্দশতম প্রস্তাব, যা এই ভোটের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদন পেলো।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি