ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২৪ ডিসেম্বর ২০২০

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অঞ্চলটিতে স্ম্প্রতিক ভয়াবহ ধারাবাহিক হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশন এ খবর জানিয়েছে। 

ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, বেনিশাগুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। কমিশনটি সরকার অনুমোদিত হলেও তারা স্বাধীন।

কমিশন জানায়, মেতাকাল এলাকায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়।

তারা আরো জানায়, এ বর্বর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কমপক্ষে ৩৬ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি হামলা স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

কমিশন জানায়, হামলার সময় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ছিল না।
সূত্র : এএফপি
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি