ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ২৫ ডিসেম্বর ২০২০

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের রাজধানী মানিলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মানিলায় ভূমিকম্পের ফলে ভবনগুলো কেঁপে উঠেছে। সেখানকার জনগণও এ কথা জানিয়েছেন।

এই কম্পন বড়দিন উপলক্ষে আয়োজনে কিছুটা প্রভাব ফেলেছে। 

প্রাথমিকভাবে ভূমিকম্প ৬ দশমিক ২ মাত্রার বলে উল্লেখ করেছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি। কিন্তু পরে জানানো হয়, এটার মাত্রা ছিল ৬ দশমিক ৩।

উল্লেখ্য, মানিলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের ফলে গির্জাগুলোতে কিছু সময়ের জন্য আয়োজন থেমে থাকে। তবে ভূমিকম্পের ফলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়নি।
সূত্র : খালিজ টাইমস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি