ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাংলাকে ছারখার করে দিয়েছেন মমতা : মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৫ ডিসেম্বর ২০২০

৯ কোটি কৃষক পরিবারের জন্যে ১৮ হাজার কোটি টাকা মঞ্জুর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার তিনি এই অর্থ মঞ্জুর করেন। সেই সঙ্গে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়কে।

মোদি তার ভাষণে বলেন, ‘মমতা বন্দোপাধ্যায় বাংলাকে ছারখার করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘রাজ্যের ৭০ লাখ কৃষকের জন্যে তিনি কিছুই করেননি। ২৩ লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্যে অনলাইনে আবেদন করেছিলেন। মমতা সরকার সেই আবেদন ভেরিফাই পর্যন্ত করেনি। ফলে, ২৩ লাখ বাংলার কৃষক বঞ্চিত হয়।’

মোদি আরও বলেন, ‘বাংলার কৃষকদের দুর্দশার কথা ভুলে মমতা পাঞ্জাবের কৃষকদের দুঃখ নিয়ে মাথা ঘামান। বাংলা রসাতলে গেলেও মমতা বন্দোপাধ্যাইয়ের কিছু যায় আসে না।’

এ নিয়ে তিনি বলেন, ‘কিছু রাজনীতিবিদ আছেন যারা কৃষক আন্দোলনকে উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত। ওরা ভুলে যান যে আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হয় না।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি