ইসরায়েলের সঙ্গে ভাল সম্পর্ক চায় তুরস্ক
প্রকাশিত : ১২:০২, ২৬ ডিসেম্বর ২০২০
যুদ্ধবাজ ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সম্পর্ক স্থাপন যখন আলোচনা-সমালোচনার শীর্ষে তখন নতুন বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েলের ফিলিস্তিনি নীতির কঠোর সমালোচনা করলেও দেশটির সাথে ভাল সম্পর্ক গড়তে চান তিনি।
ইতিমধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা অব্যাত রয়েছে বলেও জানিয়েছেন তুরস্কের সরকার প্রধান।
স্থানীয় সময় শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমা নামাজের পর সাংবাদিকদের এমন কথাই জানান এরদোগান। খবর আল জাজিরার। তবে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য এরদোগানের।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলে শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে তুরস্কের সমস্যা ছিল। যদি শীর্ষ পর্যায়ে কোনো সমস্যা না থাকত, তাহলে আমাদের অন্যরকম হতে পারত।’
তিনি বলেন, ‘ফিলিস্তিন নীতি আমাদের রেড লাইন। ইসরায়লের ফিলিস্তিন নীতি মেনে নেওয়া অসম্ভব। সেখানে তাদের নির্মম কাজ অগ্রহণযোগ্য। যদিও আমরা আমাদের সম্পর্ককে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে চাই।’
এআই/এসএ/
আরও পড়ুন