ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বিমান বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ২৭ ডিসেম্বর ২০২০

ফ্রেঞ্চ মাল্টি কমব্যাট ফাইটার জেট রাফালে।

ফ্রেঞ্চ মাল্টি কমব্যাট ফাইটার জেট রাফালে।

আরও তিনটি রাফালে ফাইটার জেট ভারতে আসবে জানুয়ারিতে। এ নিয়ে তৃতীয় দফায় ফ্রেঞ্চ মাল্টি কমব্যাট ফাইটার জেট রাফালে যুক্ত হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনীতে। এর ফলে আরও শক্তিশালী হতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী।

তবে সামনের মাসের ঠিক কত তারিখে রাফালে ফাইটার জেট তিনিটি ভারতের মাটিতে নামবে, তা নিয়ে এখনই কিছু জানানো হয়নি। তবে সেগুলো যে সোজা বিমান বাহিনীর জামনগর ঘাঁটিতে যাবে সে কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ফ্রান্স থেকে সোজা জামনগরে নামবে তিনটি রাফালে ফাইটার জেট। পথে ভারত ও ফ্রান্সের ট্যাঙ্কার জ্বালানি সরবরাহ করবে সেগুলো। এরপর আগামী মার্চে ভারতে পৌঁছবে আরও তিনটি রাফালে ফাইটার জেট। আর এপ্রিলে আসবে আরও সাতটি। 

জানা গেছে- ২০২১ সাল শেষের আগে মোট ৩৬টি রাফালে ফাইটার জেট চলে আসবে ভারতে। ৩৬টি রাফালের জন্য ৫৯ হাজার কোটি টাকা খরচ হবে দেশটির। অর্থাৎ আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে আম্বালা এয়ার বেস রাফালে সুসজ্জিত থাকবে বলে জানা যাচ্ছে। সূত্র- জিনিউজ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি