ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২৭ ডিসেম্বর ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের বোলিং এলেতে এ ঘটনা ঘটে। 

পরে ওই বন্দুকধারীকে আটক করে পুলিশ। ঘটনার পর ঘটনাস্থল থেকে লোকজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। 

পুলিশ প্রধান ড্যান ওশিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারীর হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

একই সাথে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তবে, কি কারণে এ হামলার হয়েছে তা জানাতে পারেননি তিনি। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি