ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনার টিকা নিলেন কমলা হ্যারিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৩০ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১০:১৬, ৩০ ডিসেম্বর ২০২০

জো বাইডেনের পর এবার করোনার সংক্রমণ রোধে টিকা নিলেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার টিকা নেওয়ার মুহূর্তটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ওয়াশিংটনের ইউনাইটেড মেডিক্যাল সেন্টারে (ইউএমসি) মর্ডানা টিকার প্রথম ডোজটি নেন কমলা হ্যারিস। এদিন কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন।

টিকা নেওয়ার পর কমলা হ্যারিস জানান, ‘এটা সহজ ছিল এবং এটা তুলনামূলকভাবে ব্যথামুক্ত ও দ্রুত ছিল।’ সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী, বিজ্ঞানী, এবং গবেষকদের প্রতি, যারা এই মুহূর্তকে সম্ভব করেছে।

গণমাধ্যম প্রতিনিধিদের কাছে কমলার মন্তব্য, ‘সকলকেই করোনা ভ্যাকসিন নিতে বলবো। এটা তুলনামূলকভাবে সুরক্ষিত... ব্যথাহীন... এবং আক্ষরিক অর্থেই জীবনদায়ী।’ সেই সঙ্গে তিনি এটাও বলেন, ‘বিজ্ঞানীদের ওপর আমার ভরসা রয়েছে।’

গত ২২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই টিকা নেন তিনি। সে দৃশ্যও টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি