ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলা, নিহত ২৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ৩১ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৪:৫১, ৩১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আল জোর প্রদেশে ওই হামলার ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। 

নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বিবিসি। তবে হামলায় কোন পক্ষ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। 

তবে, এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ। তাদের দাবি, ‘হামলায় ৩৭ সেনা নিহত হয়েছেন।’

সংস্থাটি জানিয়েছে, ‘পরিকল্পিতভাবে আইএস সদস্যরা বাসটিতে হামলা চালিয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।’

প্রতিবেদনে বলা হয়, প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে প্রায়ই আইএস জঙ্গি এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে ২০১৪ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আইএস। পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ থেকে ইরাকের প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা আইএসের নিয়ন্ত্রণে ছিল।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি