ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতি হামলাকারী একা হামলা চালায়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:১২, ২৪ মে ২০১৭

ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতি হামলাকারী সালমান আবেদি সম্ভবত একা হামলা চালায়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড।
তিনি জানান, নিরাপত্তার জন্য যুক্তরাজ্যজুড়ে প্রায় ৫ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে আমর্ড পুলিশকে সহায়তা করছে তারা। এর আগে প্রধানমন্ত্রী থেরেসা মে সর্বোচ্চ সতর্কতা জারি করেন। এসময় আরো হামলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে হামলাকারীর ভাই রয়েছে। হামলার ঘটনায় এখনও নিখোঁজ অনেকে। অন্যদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে নিহতদের স্মরণ করছে যুক্তরাজ্যবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি