কনসার্ট হলে আত্মঘাতি হামলাকারী বড় ধরনের সন্ত্রাসী চক্রের সদস্য
প্রকাশিত : ০৯:০৭, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১২, ২৫ মে ২০১৭
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্ট হলে আত্মঘাতি হামলাকারী বড় ধরনের সন্ত্রাসী চক্রের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।
ম্যানচেস্টারের পুলিশ প্রধান আয়ান হপকিন্স জানান, এটা ষ্পষ্ট যে হামলাকারী একা নন। কোনো চক্রের সাথে জড়িত থেকেই এ হামলা চালানো হয়েছে। এদিকে নতুন করে আরো তিনজনকে আটক করা হয়েছে। এরআগে লিবিয়ার ত্রিপোলি থেকে সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদির বাবা সালমান রমাদান ও ছোট ভাই হাসেম আবেদিকে আটক করা হয়। আর দক্ষিণ ম্যানচেস্টার থেকে তার বড় ভাই ইসমায়েলকেও আটক করা হয়। আরো হামলার আশংকায় যুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৫ হাজার সেনা সদস্য।
আরও পড়ুন