ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাইডেনের আর্থিক পরামর্শদাতা কাশ্মীর বংশোদ্ভূত সামিরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৬ জানুয়ারি ২০২১ | আপডেট: ১২:৫৬, ১৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের টিমে স্থান পেয়েছেন ভারতের কাশ্মীর বংশোদ্ভূত সামিরা ফাজিলি। তাকে নবগঠিত ‘ন্যাশনাল ইকনমিক কাউন্সিল’ (এনইসি)-এর ডেপুটি ডিরেক্টর হিসেবে মনোনীত করেছেন বাইডেন। 

বৃহস্পতিবার আমেরিকার ‘প্রেসিডেন্ট ইলেক্ট’-এর টিমে ঠাঁই পাওয়ার পরে ফাজিলি হলেন ওই তালিকার দ্বিতীয় কাশ্মীর বংশোদ্ভূত মহিলা। এর আগে বাইডেন হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি টিমের সদস্য হিসেবে মনোনীত করেছেন আয়েশা শাহকে।

করোনা অতিমারির আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে ‘ন্যাশনাল ইকনমিক কাউন্সিল’ (এনইসি)।

ফাজিলি এর আগে ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে ছিলেন। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউসে আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছেন। সে সময় এনইসি এবং ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইসর পদেও কাজ করেছেন তিন সন্তানের জননী ফাজিলি।

তাঁর জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। হার্ভার্ড কলেজ এবং ইয়েল ল’স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ফাজিলি। তিনি লেখাপড়াও করেছেন এই ইয়েল ল’স্কুলেই। 

এছাড়া ছোট ব্যবসা, ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ কাশ্মীরি বংশোদ্ভূত এই আমেরিকান দেশটির আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির দফতরের নীতি নির্ধারক দলে কাজ করেছেন।

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ‘রানিং মেট’ হিসেবে দেশটির প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি