ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃত বেড়ে ৫৬ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮শ’ জন। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। 

স্থানীয় সময় গত শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই অনেক পরিবারকে ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নেয়া হয়। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা। 

রোববার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। 

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দেড় হাজার পরিবার। এখনও অনেকে ভবনের নিচে চাপা পড়ে আছেন। শতকের বেশি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজারের বেশি বাসিন্দা নিরাপদ আশ্রয় খুঁজতে বাসা থেকে পালিয়ে যায়।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি