ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাশিয়ায় ফেরা মাত্রই গ্রেফতার পুতিন বিরোধী নাভানলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১৮ জানুয়ারি ২০২১ | আপডেট: ০৯:৫৩, ১৮ জানুয়ারি ২০২১

দেশের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে রওনা হন নাভালনি

দেশের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে রওনা হন নাভালনি

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভানলিকে গ্রেফতার করা হয়েছে। জার্মানি থেকে বিমানবন্দরে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করা হয়। খবর বিবিসি’র।

রোববার (১৭ জানুয়ারি) রাতে পুতিনবিরোধী এই নেতা মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামার পরপরই দেশটির পুলিশ তাকে আটক করে।

গত পাঁচ মাস পর রাশিয়ায় ফেরার উদ্দেশ্যে জার্মানির বার্লিন থেকে রওনা হয়েছিলেন নাভালনি। ৪৪ বছর বয়সী নেতাকে বহনকারী বিমানটির অবতরণ করার কথা ছিল নুকোভ বিমানবন্দরে। সেখানে তার সমর্থকরাও হাজির হয়েছিলেন স্বাগত জানাতে। কিন্তু রাশিয়া সরকার বিমানটিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে অবতরণ করায়। সেখান থেকেই নাভালনিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

গ্রেফতারের আগে নাভালনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি জানি আমি সঠিক পথেই রয়েছি। আমি কোনো কিছুকেই ভয় পাই না। আমার বিরুদ্ধে করা সকল মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।’

নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। সেখানেও তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল শত শত সমর্থক। মস্কোর বিমানবন্দরে তার যে সমর্থকরা হাজির হয়েছিলেন তাদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। সম্ভাব্য দাঙ্গার শঙ্কায় বিমানবন্দরে লোহার বেরিকেডও নেওয়া হয়।

উল্লেখ্য, গেল বছরের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই নেতা। প্রথমে তাকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসার জন্য জার্মানিতে যান। তদন্তকারীরা জানায়, পুতিনের এই সমালোচককে হত্যার জন্য বিষ প্রয়োগ করা হয়েছিল। 

জার্মানিতে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ্য হয়ে গত বুধবার নাভালনি তার দেশে ফেরার ঘোষণা দেন। এর পরপরই মস্কোর কারা কর্তৃপক্ষ জানায়, দেশে ফেরামাত্র পুতিন সমালোচককে গ্রেফতারের জন্য তারা সবকিছু করবে। কারণ জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘন করেছেন তিনি।
এএইচ/এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি