ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

ভারতে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক, নিহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৯ জানুয়ারি ২০২১

ভারতে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক চাপায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার ভোরের দিকে গুজরাটের সুরাটে এই দুর্ঘটনা ঘটে। মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষের পরই মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খরব জি নিউজের। 

নিহতরা সবাই রাজস্থানের বাঁশওয়াদা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় শ্রমিকরা একটি ফুটপাতে সারিবদ্ধভাবে ঘুমাচ্ছিল। সকলেই পরিযায়ী শ্রমিক। 

সুরাট কামরেজ বিভাগের ডেপুটি সুপারেইন্টেনডেন্ট সি এম জাদেজা বলেন, ‘আঁখ বোঝাইবাহী একটি ট্রাক্টরের সঙ্গে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, তারপরে ট্রাকের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর চলে যায়। প্রথমে ১৩ ও পরে আরও দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করছে পুলিশ। দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।’

পুলিশ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি