ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভারতের সিরাম ইনস্টিটিউটে আগুনে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ২১ জানুয়ারি ২০২১

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবস্থিত টিকা উৎপাদনকারী কোম্পানি সিরাম ইনস্টিটিউটের একটি ফ্যাক্টরিতে বড় ধরনের অগ্নিকাণ্ডে এপর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একটি নির্মাণাধীন ভবন থেকে আগুন শুরু হয়। কেন আগুন লেগেছে, তার কারণ এখনো জানা যায়নি। সেখানে দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করছে।

পুনের মেয়র জানিয়েছেন, ৫ জন আগুনে মারা গেছেন। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে।

সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় কিছু প্রাণহানি হয়েছে। এর ফলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার উৎপাদনে কোন প্রভাব পড়বে না, কারণ একাধিক জায়গায় তাদের এই টিকা উৎপাদনের ব্যবস্থা তারা প্রস্তুত রেখেছেন এ ধরণের যে কোন পরিস্থিতির মোকাবেলায়।

বিবিসি মারাঠির স্থানীয় সংবাদদাতা জানাচ্ছেন, সিরাম ইনস্টিটিউটের যে কমপ্লেক্সে আগুন লেগেছে সেটির নাম মঞ্জরী। 

সিরামের টিকা উৎপাদনের এখন যেটি মূল কারখানা সেখান থেকে মঞ্জরী অবশ্য বেশ খানিকটা দূরে, কয়েক মিনিটের ড্রাইভ। এই কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ের চতুর্থ ও পঞ্চম তলাতেই আগুন লেগেছে। সিরামের টিকা উৎপাদনের ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উৎপাদন কেন্দ্রটি (মঞ্জরী) গড়ে তোলা হচ্ছিল।

সিরাম ইনস্টিটিউট বলছে, এই আগুনের কারণে টিকা উৎপাদনের কাজে কোন ব্যাঘাত ঘটবে না।

পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক টিকা উৎপাদনকারী কোম্পানি এই সিরাম ইনস্টিটিউট। এই কোম্পানির কাছ থেকেই তাদের উৎপাদিত ৩ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা 'কোভিশিল্ড' কিনে আনছে বাংলাদেশ। আজই ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি