ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পকে নিয়ে টুইট করায় খামেনির টুইটার অ্যাকাউন্ট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে টুইট করায় এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। 

খামেনি তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি যুদ্ধবিমানের ছায়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গলফ খেলছেন এমন একটি ছবি পোস্ট করেছিলেন। এর জেরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতার অ্যাকাউন্ট স্থগিত করল টুইটার কর্তৃপক্ষ।

টুইটারে একটি পোস্টে খামেনি ২০২০ সালে নিহত হওয়া ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধেরও আহ্বান জানিয়েছিলেন। পোস্টটিতে ট্রাম্পকে সম্বোধন করে খামেনি বলেছিলেন, ‘প্রতিশোধ অনিবার্য।’

ওই পোস্টে ট্রাম্পকে উদ্দেশ করে খামেনি বলেন, ‘সোলেইমানির হত্যাকারী ও যিনি এই নির্দেশ দিয়েছেন তারা অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হবে। যে কোনো সময় প্রতিশোধ নেয়া হতে পারে।’

এর আগে, বুধবার জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করে ফ্লোরিডায় তার মার-এ-লাগো গলফ ক্লাবে চলে যান।

এদিকে চলতি মাসের শুরুর দিকে সোলেইমানি হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘ট্রাম্প বিচারের ঊর্ধ্বে নয় এবং সোলেইমানির হত্যাকারীরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকবে না।’

উল্লেখ্য, গত বছরের ৩ জানুয়ারি কাসেম সোলেইমানি তার লোকজন নিয়ে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার পরপরই মার্কিন ড্রোন হামলায় নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছিলেন। হামলার সময় সোলেইমানির সঙ্গে নিহত হন ইরাকি কমান্ডার আবু আল-মাহদিসহ আরও কয়েকজন।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি