ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ২৫ জানুয়ারি ২০২১

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। এক টুইটবার্তায় ৬৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট নিজেই এ খবর জানিয়েছেন।

লোপেজ ওব্রাদর টুইটে জানান, তাঁর মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। 

এ নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময়ের জন্য আশাবাদী।’

লোপেজ আরো জানান, তাঁর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন সকালে আয়োজিত সংবাদ সম্মেলন পরিচালনা করবেন।

করোনা মোকাবিলায় আগে থেকেই সমালোচিত হয়ে আসছিলেন লোপেজ। এ ছাড়া তিনি মাস্ক পরতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। 

প্রসঙ্গত, করোনা মহামারিতে অনেক ব্যস্ত সময় পার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। এর আগে ২০১৩ সালে ৬০ বছর বয়সে তাঁর একবার হার্ট অ্যাটাক হয়।
সূত্র : রয়টার্স
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি