ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার আশঙ্কা, সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৮ জানুয়ারি ২০২১

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বুধবার এই সতর্কতা জারি করে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সতর্কতা জারি করা হলো। গত এক বছরের মধ্যে এটিই প্রথম সতর্কতা জারির ঘটনা।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্টরা এই হুমকি তৈরি করেছে। ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় চরমপন্থীরা উৎসাহী হতে পারে। 

সতর্কতায় বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে এখনও নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য নেই। তবে ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি রয়েছে। 

তথ্য-উপাত্ত অনুযায়ী, ক্ষমতার পালাবাদল নিয়ে বিক্ষুব্ধ কিছু সহিংস উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেইসঙ্গে সহিংসতা চালাতে দেওয়া হচ্ছে উসকানি।
সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি