ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর ইউরোপীয় ইউনিয়নকে নির্ভর করতে মানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ৩১ মে ২০১৭

ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর নির্ভর করতে মানা করে দিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
এক নির্বাচনী প্রচারণায় ব্রেক্সিটের পর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নে বহিরাগত একটি দেশ বলেও মন্তব্য করেন তিনি। আর ট্রাম্প নির্বাচিত হওয়ায় ইউরোপের আস্থা হারিয়েছে যুক্তরাষ্ট্র। তাই ইউরোপের ভবিষ্যতের জন্য নিজেদের একযোগে লড়াই করার আহবান জানান ম্যার্কেল। তবে দুই দেশের সাথেই সু সম্পর্ক রাখবে ইউরোপ। আর আগে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গভীর করাই অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে, নির্বাচনি জরিপ অনুসারে জার্মান চ্যান্সেলর হিসেবে পুনরায় নির্বাচিত হতে পারেন ম্যার্কেল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি