ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মিয়ানমারের বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগরী মান্দালয়ে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। সামরিক অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। জরুরি সেবা বিভাগের কর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

শনিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ানমারের বেশ কয়েকটি শহরে অভ্যুত্থান বিরোধীরা রাস্তায় নেমে এসে সামরিক শাসনের অবসান ও নেত্রী অং সান সুচিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়। এসব প্রতিবাদ বিক্ষোভে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরাসহ কবি ও পরিবহন শ্রমিকরাও যোগ দেন।

নগরীটির স্বেচ্ছাবেসী জরুরি সেবা সংস্থা ‘পারাহিতা ডারহি’র নেতা কো অং-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের গুলিতে দুই জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

এর আগে নেপিদুতে ৯ ফেব্রুয়ারির বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ তরুণী মেয়া থুই থুই খাইং শুক্রবার মারা যান। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলাকালে এটাই ছিল প্রথম মৃত্যু।

মান্দালয়ে পুলিশের কাঁদুনে গ্যাস ও গুলির মুখে কিছু প্রতিবাদকারী গুলতি ছুড়ে জবাব দেয়। তবে পুলিশ তাজা গুলি ছুড়েছে না রবার বুলেট ব্যবহার করেছে প্রাথমিকভাবে তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

তবে ঘটনাস্থলে দুই জন মারা গেছেন বলে একজন স্বেচ্ছাসেবী চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাথায় গুলি লেগে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। বুকে গুলিবিদ্ধ আরেকজনের পরে মারা যান।’

১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। নতুন নির্বাচন অনুষ্ঠান এবং বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতি দিলেও অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ অব্যাহত আছে।

সেনা শাসনের অবসান ও গৃহবন্দি নেতা অং সান সুচির মুক্তি দাবিতে শনিবার মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি