ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

১১ মাস পর কাশ্মীরে ফের রেলসেবা চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১

প্রায় ১১ মাস পর কাশ্মীর উপত্যকায় আবারও রেলসেবা চালু হয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন এ অঞ্চলটিতে ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর এনডিটিভি।

কাশ্মীরে রেলসেবা পুনরায় চালু হওয়া প্রসঙ্গে মতামত প্রকাশ করে টুইট করেন রেলমন্ত্রী পিয়ুস গয়াল। তিনি বলেন, সাধারণ মানুষ আবার স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে এবং পর্যটন খাত চাঙ্গা হয়ে উঠবে।প্রাথমিকভাবে দিনে দুইবার ট্রেন চলবে।

এর আগে রেল বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল, যাত্রীবাহি ট্রেন চালুর দিনক্ষণ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি।

ভারতীয় রেল কর্তৃপক্ষ রেলসেবার পরিধি ধীরে ধীরে আরও বৃদ্ধি করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ প্রসঙ্গে বলেছেন, ‘এরই মধ্যে ৬৫ শতাংশ ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। শুধুমাত্র জানুয়ারিতেই ২৫০টির বেশি ট্রেন আমাদের সেবায় অন্তর্ভূক্ত হয়েছে। ক্রমান্বয়ে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে।’

বর্তমানে পুরোপুরি রিজার্ভ করা বিশেষ কিছু ট্রেন ভারতজুড়ে চলাচল করছে। পাশাপাশি কিছু শহরতলীর ট্রেন চালু রয়েছে। করোনাভাইরাস কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে দেশজুড়ে লকডাউন কর্মসূচি চালুর কারণে গত বছরের ২৫ মার্চ থেকে ভারতে সব ধরনের নিয়মিত ট্রেন সেবা বাতিল করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি