জোটবদ্ধ হয়েছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন
প্রকাশিত : ১০:৪৮, ১ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫১, ১ জুন ২০১৭
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও এ চুক্তি নিয়ে জোটবদ্ধ হয়েছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন।
এ ব্যাপারে যৌথ বিবৃতি দিয়েছে চীন ও ইইউ। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে এ সংক্রান্ত সম্মেলন শেষে ওই বিবৃতি প্রকাশ করা হবে। এদিকে প্যারিস চুক্তি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের মধ্যেই সৃষ্টি হয়েছে বিভক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প এ চুক্তি থেকে সরে আসতে চাইলেও ক্যালিফোর্নিয়ার গর্ভনর চীন ও ইইউ’র সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন। চীন ও ইইউ’র এই জোটবদ্ধ হওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে। এরআগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্যারিস চুক্তি থেকে ট্রাম্পের সমর্থন প্রত্যাহার করে নেয়ার খবর প্রকাশিত হয়। যদিও আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ট্রাম্পের।
আরও পড়ুন