ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২১

মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গ্রুপের স্থাপনায় বিমান হামলা চালিয়ে বলেছে, ইরাকে মার্কিন সৈন্যদের বিভিন্ন অবস্থানে সাম্প্রতিক রকেট হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন এই বিমান হামলার মাধ্যমে তেহরানকে একটি বার্তা পাঠালো। খবর এএফপি’র।

বাইডেন পাঁচ সপ্তাহ আগে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ইরান সম্পৃক্ত বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে তাদের এই প্রথম সামরিক অভিযানের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা সিরিয়া-ইরাক সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্টে এসব গ্রুপের ব্যবহার করা ‘অনেক স্থাপনা’ বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে।

মুখপাত্র জন কির্বি এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী আজ সন্ধ্যার দিকে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত যোদ্ধা গ্রুপ ব্যবহৃত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়।’

তিনি বলেন, ইরাকে আমেরিকান ও জোট সদস্যদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক রকেট হামলার জবাবে এ বিমান হামলার অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবারের হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কির্বি কিছু উল্লেখ করেননি।

তবে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, মার্কিন বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি