ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়ায় এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়।

সূত্র মতে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় জর্জিয়ার গাইনেসভিল্লে থেকে উড্ডয়নের কিছু পর বিমানটি একটি জলাশয়ে বিধ্বস্ত হয়।

হল কাউন্টি ফায়ার সার্ভিস মুখপাত্র জাক ব্যাক্রেটের উদ্ধৃতি দিয়ে আটলান্টা জার্নাল কন্সস্টিটিউশান (এজেসি) তিন জনের প্রাণহানির কথা জানিয়েছে।

বিমানটির গাইনেসভিল্লে থেকে ফ্লোরিডার ডে টোনা বিচে যাওয়ার কথা ছিল।

ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি