ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সামরিক কমান্ডের নেতৃত্বে ২ নারীর নাম ঘোষণা বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

মার্কিন সামরিক কমান্ডের নেতৃত্বে দুই নারীর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এ ধরনের সিনিয়র পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা হবেন দ্বিতীয় ও তৃতীয় নারী। খবর এএফপি’র।

সোমবার (৮ মার্চ) এই দুই জেনারেলর নাম ঘোষণা করে বাইডেন প্রশাসন।

খবরে বলা হয়, সামরিক বাহিনীর সর্বোচ্চ চার তারকা জেনারেলের র‌্যাঙ্ক পাওয়া একমাত্র নারী মার্কিন বিমান বাহিনীর জেনারেল জ্যাকুয়েলিন ভন ওভোস্ট ট্রান্সপোর্টেশন কমান্ডের (ইউএস ট্রান্সকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন।

অপরদিকে তিন তারকা সেনা জেনারেল লরা রিচার্ডসন সাউদার্ন কমান্ডের (সাউথকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন। এ কমান্ড সেন্ট্রাল ও ল্যাটিন আমেরিকার দায়িত্ব পালন করে। এছাড়া তিনি তার চার তারকা পদ মর্যদা গ্রহণ করবেন।

তবে সিনেট তাদের মনোনয়ন নিশ্চিত করলে ভন ওভোস্ট ও রিচার্ডসন লোরি রবিনসনের স্থলাভিষিক্ত হবেন তারা। রবিনসন হলেন মার্কিন সামরিক কমান্ডের হাল ধরা প্রথম নারী। তিনি ২০১৮ সালে অবসর গ্রহণের আগে নর্দার্ন কমান্ডের (নর্থকম) নেতৃত্ব দেন।

উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনীর ১১টি কমান্ডস রয়েছে। চার তারকা বিশিষ্ট জেনারেলরা এসব কমান্ডের নেতৃত্ব দিয়ে থাকেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি