ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারে আটক বিক্ষোভকারীরা মুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৯ মার্চ ২০২১ | আপডেট: ১৮:৪২, ৯ মার্চ ২০২১

মিয়ানমারের ইয়াঙ্গনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কাঁদানে গ্যাস।

মিয়ানমারের ইয়াঙ্গনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কাঁদানে গ্যাস।

Ekushey Television Ltd.

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষেভ অব্যাহত রয়েছে। মঙ্গলবারও ইয়াঙ্গনে বিক্ষোভকারীরা প্রতিবাদ দেখিয়েছেন। সোমবার রাতেও হাজার হাজার মানুষ রাতের কার্ফিউ অগ্রাহ্য করে রাস্তায় নেমে পড়ে।

সামরিক বাহিনী দুইশর মতো বিক্ষোভকারীকে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে কার্যত আটক করে রেখেছিল। তারা ছাড়া পেয়েছেন। তার আগে জাতিসংঘ ও আমেরিকা তাদের মুক্তির জন্য আবেদন জানিয়েছিল। গত ১ ফেব্রুয়ারি থেকেই সেনাশাসকদের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ ও সেনার গুলিতে ৬০ জন বিক্ষোভকারী মারা গেছেন। 

ইয়াঙ্গনে পুলিশ বিক্ষোভকারীদের কোণঠাসা করে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে রেখেছিল। তারপর চারদিকের রাস্তা বন্ধ করে বাড়ি বাড়ি গিয়ে 'বাইরের মানুষদের' খোঁজা হচ্ছিল। পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। ওই এলাকা থেকে বিস্ফোরণের শব্দ এসেছে। মনে করা হচ্ছে, সেটা সেনার গ্রেনেডের শব্দ।

জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, সেক্রেটারি জেনারেল গুতেরেস ইতিমধ্যেই মিয়ানমারের শাসকদের সংযত হওয়ার অনুরোধ করেছেন এবং আটক সবাইকে মুক্তি দেয়ার কথা বলেছেন। যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে প্রচুর নারী বিক্ষোভকারী আছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলেন।

ইয়াঙ্গনে এখন কার্ফিউ সত্ত্বেও প্রচুর বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। তারা ছাত্রদের মুক্তির দাবি করছেন। রয়টার্স জানাচ্ছে, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি