ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ অস্বীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ৩ জুন ২০১৭ | আপডেট: ১০:০২, ৩ জুন ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ অস্বীকার করে আবারও ট্রাম্পের পক্ষে সাফাই গাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।
স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবাগে ইকোনোমিক ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিংয়ের কোনো প্রমাণ নেই। ট্রাম্প তার ভিন্নধর্মী নীতির কারণেই জনপ্রিয়তা অর্জন করেছেন এবং নির্বাচনে জয়ী হয়েছেন। এ’সময় ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে সমালোচনার তীব্র নিন্দা জানান পুতিন। এছাড়া, প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের বের হয়ে আসাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি