ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কৃষ্ণসাগরে ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার পাঠিয়েছে আমেরিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২১ মার্চ ২০২১

মার্কিন নৌবাহিনী কৃষ্ণসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি ডেস্ট্রয়ার পাঠানোর কথা ঘোষণা করেছে। আমেরিকার ষষ্ঠ নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ডেস্ট্রয়ার ইউএসএস পোর্টার ইউক্রেনের সঙ্গে ২১তম নৌমহড়ায় অংশ নিতে কৃষ্ণসাগর অভিমুখে যাত্রা করেছে।

এই যৌথ মহড়ায় প্রায় দুই হাজার সেনা, ২৭টি যুদ্ধ জাহাজ ও ১৯টি সামরিক বিমান অংশ নেবে। মহড়ায় আমেরিকা ও ইউক্রেন ছাড়াও বুলগেরিয়া, ফ্রান্স, জর্জিয়া, রোমানিয়া, স্পেন, তুরস্ক ও নরওয়ে অংশগ্রহণ করবে।

মার্কিন ষষ্ঠ নৌবহরের বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে কৃষ্ণ সাগরে পঞ্চম মার্কিন রণতরী পাঠানো হচ্ছে। রাশিয়ার মোকাবিলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি মার্কিন নৌবাহিনীর সমর্থনের নিদর্শন হিসেবে মাঝেমধ্যে রুশ সীমান্তের কাছে অবস্থিত কৃষ্ণসাগরে রণতারী পাঠায় আমেরিকা।

কৃষ্ণসাগরে অব্যাহতভাবে ন্যাটো জোটের নৌ উপস্থিতি রয়েছে এবং এই জোট প্রতিবছর ইউক্রেন ও জর্জিয়া উপকূলে নৌমহড়া চালায়। এই মহড়ায় শত্রু দেশ হিসেবে রাশিয়াকে চিহ্নিত করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি