ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মিয়ানমারে বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান ইইউ’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ৩০ মার্চ ২০২১

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান মিয়ানমারে বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন। সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষুব্ধ জনতার ওপর হত্যাকাণ্ডের নিন্দা জানান জোসেফ বোরেল।

ই. ইউ’র এক্সটার্নাল সার্ভিসের ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর মাধ্যমে শতাধিক নিরীহ মানুষ হত্যার ঘটনা অযৌক্তিক ও লজ্জাজনক।

তিনি মিয়ানমারে চলমান ওই সংঘর্ষের নিন্দা জানান এবং সময় নষ্ট না করে পাশবিক এই বিপর্যয় বন্ধ করার জন্য সেদেশের জেনারেলদের প্রতি আহ্বান জানান।

মিয়ানমারে সর্বশেষ সামরিক অভ্যুত্থান বিরোধী জনতার বিক্ষোভে হামলার ঘটনায় অন্তত ১১৪ জন নিহত হয়েছে।
সূত্র : পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি