ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সানা বিমানবন্দর বন্ধ থাকায় মৃত্যু হয়েছে ৮০ হাজার লোকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৩০ মার্চ ২০২১

ইয়েমেন বলেছে, গত ছয় বছর ধরে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর লাগাতার অবরোধের কারণে অন্তত ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরো সাড়ে চার লাখ মারাত্মক অসুস্থ মানুষ যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তারা শুধুমাত্র সৌদি আরবের অবরোধের কারণে যেতে পারছেন না এবং দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। 

এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১ হাজার ৮৩টি ট্রাক ও ট্যাংকার ট্রাক, ৪ হাজার ৪৯০টি রাস্তা ও সেতু এবং ৭ হাজার ২২৯টি গাড়ি ধ্বংস হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব এবং তার আঞ্চলিক কয়েকটি মিত্র দেশ আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। আগ্রাসন শুরুর পর অল্প সময়ের মধ্যে  কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে না পারায় তারা ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র এবং স্থলপথে সর্বাত্মক অবরোধ দেয়। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে কিন্তু সৌদি আরব তার লক্ষ্য অর্জন করতে পারে নি।
সূত্র : পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি