ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘সেরোজা’র আঘাতে পূর্ব তিমুরে ২১ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ৫ এপ্রিল ২০২১

ইন্দোনেশিয়ার আশেপাশের দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘সেরোজা’র আঘাতে পূর্ব তিমুরে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়াটার্স।

দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশটির সিভিল প্রটেকশনের প্রধান পরিচালক ইসমাইল দা কোস্টা বাবো সাংবাদিকদের জানিয়েছেন, "প্রাথমিক তথ্য অনুসারে, ... মোট ২১ জনের প্রাণহানি ঘটেছে।" 

তিনি বলেন, ১৫০০ জনেরও বেশি লোককে রাজধানী দিলির আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধস, আকস্মিক বন্যা এবং একটি ভেঙে পড়া ও উৎপাটিত গাছের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে, এ নিয়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘সেরোজা’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় মোট ৭৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেল। এছাড়া দেশটিতে আরও ৪০ জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি