ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানের পরমাণু কেন্দ্রের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় : হোয়াইট হাউস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ইরানের পরমাণু কেন্দ্রের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনভাবেই জড়িত নয়। ইরান তার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ঘটনাকে নাশকতামূলক হামলা বলার পর হোয়াইট হাউস এ কথা বলেছে।

প্রেস সেক্রেটারি জেন পাসাকি সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এ ঘটনার সাথে কোনভাবেই জড়িত নয়।

তিনি আরো বলেন, এ ঘটনার কারণ কিংবা প্রভাব নিয়ে জল্পনা কল্পনারও কিছু নেই।

ইরান তার প্রধান শত্রু ইসরাইলকে এ ঘটনার জন্য দায়ী করে এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। একইসঙ্গে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দিয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে, পরমাণু প্লান্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রোববার ছোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ইসরাইলী সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ইসরাইল এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির সংবাদ মাধ্যম একে ইসরাইলী সিকিউরিটি সার্ভিসের ‘সাইবার অপারেশন’ হিসেবে উল্লেখ করেছে।

এছাড়া অজ্ঞাত মার্কিন ও ইসরাইলী গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এ হামলার পেছনে ইসরাইলের ভূমিকা রয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি