ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৬ এপ্রিল ২০২১

মার্কিন পুলিশ বিভাগের মুখপাত্র জেনা কুক

মার্কিন পুলিশ বিভাগের মুখপাত্র জেনা কুক

ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডেক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এনিয়ে চলতি বছরের ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেল ১৮৭ জনের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গভীর রাতের এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডেক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।

এদিকে, হামলা চালানোর পর বন্দুকধারী সেখানেই আত্মহত্যা করেন বলে জানান মার্কিন পুলিশ বিভাগের মুখপাত্র জেনা কুক। তিনি বলেন, গুরুতর আহত এক ব্যক্তিসহ কমপক্ষে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওপর দু'জনকে ঘটনাস্থলে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া ওই এলাকায় হামলার আর কোনও আশঙ্কা নেই বলে আশ্বস্ত করে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। সূত্র- রয়টার্স।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি