ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলম্বিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহী ফ্রন্টের সংঘর্ষ, নিহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

কলম্বিয়ার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী কার্লোস প্যাটিনো ফ্রন্টের সংঘর্ষ হয়েছে। এতে বিদ্রোহী ফ্রন্টের ১৪ সদস্য ও এক সেনা সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (১৭ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, কার্লোস প্যাটিনো ফ্রন্টের ১৪ সদস্য ওই সংঘর্ষে নিহত হয়।  ২০১৬ সালের সরকারের সাথে শান্তি চুক্তির মাধ্যমে মূলস্রোতে ফিরে বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)। তবে এ বাহিনীর অনেকে ওই চুক্তি মানেনি। তারাই প্রতিষ্ঠিত করেছে কার্লোস প্যাটিনো ফ্রন্ট। 

দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল এদোয়ার্দো এনরিক জাপাতিরো টুইটারে বলেছেন, সংঘর্ষের পর বিদ্রোহীরা তাদের যোদ্ধাদের মৃতদেহ সরিয়ে নিয়ে যায়। ১০ জন বিদ্রোহীর মৃত্যুর কথা উল্লেখ করেছেন তিনি। 

একজন বিদ্রোহী কলম্বিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়েছে। সেনাবাহিনী অন্যান্য অস্ত্রের সাথে একটি মেশিনগানও জব্দ করেছে বলে যোগ করেন তিনি।

কলম্বিয়া সরকার এবং সশস্ত্র বাহিনীর ধারণা, দেশটিতে প্রায় ২,৫০০ ফার্ক বিদ্রোহী রয়েছে।

কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের দীর্ঘ সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ লাখ ৬০ হাজার এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তি চুক্তির পর সংঘাতের পথ পরিহার করে মূলধারায় মিশে ফার্কের সদস্যরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি