মাওলানা ওয়াহিদের মৃত্যু, মোদীর শোক
প্রকাশিত : ১৫:৩৫, ২২ এপ্রিল ২০২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ওয়াহিদ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, ‘ধর্মচিন্তা ও আধ্যাত্মিকতা বিষয়ে মাওলানা ওয়াহিদ উদ্দিন খানের অন্তর্দৃষ্টিপূর্ণ জ্ঞানের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।’ খবর পিটিআই’র।
টুইটার বার্তায় মোদি বলেন, ‘মাওলানা ওয়াহিদ উদ্দিন খান চলে যাওয়ায় আমি শোকাহত। তিনি ধর্মচিন্তা ও আধ্যাত্মিকতা বিষয়ে তার অন্তর্দৃষ্টিপূর্ণ পান্ডিত্বের জন্য চির স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া তিনি কমিউনিটি সেবা এবং সামাজিক ক্ষমতায়নের ব্যাপারেও উৎসাহী ছিলেন। তার পরিবার এবং অগণিত শুভানুধায়ীর প্রতি আমি শোক জানাচ্ছি।’
উল্লেখ্য, মাওলানা ওয়াহিদ উদ্দিন খান ৯৬ বছর বয়সে বুধবার ইন্তেকাল করেন। তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।
এ বছরের জানুয়ারিতে ওয়াহিদ খান পদ্ম ভূশন পুরস্কার পান। আর এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
এসএ/
আরও পড়ুন