ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সৌদি বিমানঘাঁটি ও আরামকো তেলস্থাপনায় ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ২৪ এপ্রিল ২০২১

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমানঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল শুক্রবার শেষ বেলায় এই তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনে তৈরি কাসেফ টু-কে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয়। 

জেনারেল সারিয়ি বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় সামাদ-৩ ড্রোন দিয়ে  হামলা চালানো হয়।

ইয়েমেনের এ সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।

এরপর জেনারেল সারিয়ি আলাদা আরেকটি টুইটার পোস্টে জানিয়েছেন, ইয়েমেনের সামরিক বাহিনী সকাল ৯টায় কিং খালিদ বিমানঘাঁটির ওপর আরেকটি অভিযান চলিয়েছে। এই অভিযানেও কাসেফ-২-কে ড্রোন ব্যবহার করা হয়। 

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি