ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২৫ এপ্রিল ২০২১

ইংল্যান্ডে করোনাভাইরাস প্রতিরোধে নিষেধাজ্ঞা বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আট পুলিশ কর্মকর্তা।

শনিবার (২৪ এপ্রিল) লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটসহ বড় বড় রাস্তাগুলোতে বিক্ষোভ মিছিলে হাজার হাজার লোক অংশ নেয়।

বিক্ষোভকারীরা দুপুরের পর পরই জড় হয় এবং অক্সফোর্ড স্ট্রিটসহ বড় বড় রাস্তাগুলোতে মিছিল করে। ছবি ও ভিডিওতে দেখা গেছে মিছিলে হাজার হাজার লোক অংশ নিয়েছে।

এছাড়া তারা হাইড পার্কেও সমাবেশ করেছে। সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাজ্যে করোনা প্রতিরোধে ভ্যাকসিন পাসপোর্ট চালু হতে যাচ্ছে। এই পদ্ধতির বিরুদ্ধেও নেমেছে মানুষ।

ব্রিটেনে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ার পর কয়েক মাস ধরে কঠোর লকডাউন জারি রাখা হয়। মার্চ মাস থেকে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হয়। তবে জুন নাগাদ সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা রয়েছে।

ইউরোপে যে কয়টি দেশ করোনাভাইরাসে সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ব্রিটেন তার একটি। দেশটিতে এক লাখ ২৭ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি