ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে অবিলম্বে টিকা উৎপাদন সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৬ এপ্রিল ২০২১ | আপডেট: ১২:৫৫, ২৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

চলমান করোনা পরিস্থিতিতে রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। দেশটিতে করোনা সংক্রমণ তীব্র রূপ নেয়ায় ভাইরাসটি মোকাবেলায় অবিলম্বে প্রয়োজনীয় টিকা উৎপাদন সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার (২৫ এপ্রিল) হোয়াইট হাউস এ কথা জানায়। 

এসব সামগ্রী সরবরাহের মধ্যে রয়েছে- টিকা তৈরির উপকরণ, পরীক্ষা কিটসহ সুরক্ষা সরঞ্জাম। এদিকে ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় ইতোমধ্যে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীসহ বিভিন্ন পশ্চিমা দেশও সহায়তার অঙ্গীকার করেছে।

ভারতে গত কয়েকদিন ধরে প্রতিদিন তিন লাখেরও বেশি করে লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। যাতে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের।

এ প্রেক্ষাপটে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কোভিশিল্ড টিকা উৎপাদনের জন্য জরুরি ভিত্তিতে যেসব উপকরণ প্রয়োজন, যুক্তরাষ্ট্র অবিলম্বে তা পাঠাবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন বলেছেন, এছাড়া ওয়াশিংটন টেস্ট কিট, ভেন্টিলেটরসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাামাদিও পাঠাবে। -বাসস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি