ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভারতকে জরুরি সহায়তার অঙ্গীকার বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৭ এপ্রিল ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় পর্যুদস্ত ভারতকে জরুরি সহায়তার অঙ্গীকার করেছেন।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময়ে বাইডেন সহায়তার এ অঙ্গীকার করেন।

উভয় দেশের সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, সম্প্রতি করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া ভারতের জনগণকে জোর সহায়তার অঙ্গীকার করেছেন বাইডেন।

সূত্র জানায়, বাইডেন মোদিকে বলেছেন যুক্তরাষ্ট্র অক্সিজেন সংশ্লিষ্ট উপকরণ, ভ্যাকসিন উপকরণ ও ঔষধসহ জরুরি সহায়তা সরবরাহ করছে।

ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সহায়তার এ প্রস্তাবের জন্য মোদি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ভারত দিন দিনই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার হয়ে উঠছে। এ অবস্থায় ওয়াশিংটনের কাছে টিকা মজুদ রয়েছে এবং তা শেয়ার করা হচ্ছে না বলে ভারতে যে সমালোচনা চলছিল তারই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জরুরি এ সহায়তার ঘোষণা দিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি