ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মিয়ানমারে সামরিক অভিযানে নিহত ৭৫৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২৭ এপ্রিল ২০২১

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৭৫৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) রাতে আন্তর্জাতিক একটি অধিকার পর্যবেক্ষক সংগঠন কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

গত রোববার আরও দু'জন নিহত হয়েছেন এবং সোমবার এই হতাহতের দলিল লিপিবদ্ধ করা হয়েছে বলে রাজনৈতিক বন্দিদের জন্য সহায়তা সমিতি (এএপিপি) তার সর্বশেষ আপডেটে জানিয়েছে।

গ্রুপটি জানিয়েছে, "অভ্যুত্থানের চেষ্টার পর থেকে আজ ৮৫ দিন পার হলো এবং এসময়ের মধ্যে নারী ও শিশুসহ ৭০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং অনেকে আহত হয়েছে। এছাড়া প্রায় ৩ হাজার ৪৪১ জন মানুষ আটক রয়েছে এবং তাদের মধ্যে ৭৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।"

এএপিপি আশা করেছিল যে, এই সঙ্কট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিলে আরও জটিল পরিস্থিতিতে পড়বে মিয়ানমার। 

সংগঠনটি বলছে, "গণতন্ত্র ছাড়া শান্তি অধরা থাকবে। বার্মায় একনায়কতন্ত্রকে পরাস্ত করার বিষয়ে অবশ্যই মনোনিবেশ করা উচিত।"

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে গত ফেব্রুয়ারির ১ তারিখের পরই গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচিকে অভ্যুত্থানে বহিষ্কার করা হয় এবং সামরিক জান্তা কর্তৃক তাকে আটক করা হয়।

জাতিসংঘ এবং অধিকার বিষয়ক গ্রুপগুলোও নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর সামরিক জান্তা দ্বারা অপ্রয়োজনীয় শক্তি ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র- আনাদোলু এজেন্সি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি