ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইরানের প্রতি সৌদি যুবরাজের নমনীয় সুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৮ এপ্রিল ২০২১

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি সুর কিছুটা নরম করে বলেছেন, তিনি দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চান।

বাগদাদে উভয় দেশের মধ্যে গোপন বৈঠকের পর যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী দু’টি দেশ সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে বলে সম্প্রতি ইরাকের একজন সরকারি কর্মকর্তা ও এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন।

সৌদি আরবে ২০১৬ সালে বিশিষ্ট একজন শিয়া আলেমের শিরোশ্চ্ছেদকে কেন্দ্র করে ইরানে সৌদি কূটনীতিক মিশনে তেহরানের বিক্ষুদ্ধ লোকজন হামলা চালায়। এ কারণে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমির সহায়তায় উভয় দেশ এ বৈঠক করেছে বলে জানা গেছে।
যদিও যুবরাজ বৈঠকের বিষয়ে কিছু উল্লেখ করেননি।

তবে মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাতকারে যুবরাজ বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ। আমরা সকলে দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই।

তিনি আরো বলেন, ইরানের পরিস্থিতি জটিল হোক আমরা তা চাই না। দেশটির নেতিবাচক আচরণ কেন্দ্রিক সমস্যা সমাধানে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি।

এদিকে এর আগে এক সাক্ষাতকারে সালমান ইরানের প্রতি অভিযোগ তুলে বলেছিলেন, তেহরান আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি