ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে হাসপাতালে আগুন, ৪ রোগীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে চার রোগীর মৃত্যু ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুনে ওই হাসপাতালের দোতলা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বুধবার (২৮ এপ্রিল) ভোর ৩টা ৪০ মিনিটে মহারাষ্ট্রের থানের মুম্ব্রা এলাকার প্রাইম ক্রিটিকেয়ার নামের হাসপাতালটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন এবং ৫টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে কোনও করোনা রোগী ভর্তি ছিলেন না। অগ্নিকাণ্ডের মধ্যে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে ৬ জন ছিলেন আইসিইউতে।

এদিকে, পুর প্রশাসন জানিয়েছে, অন্য হাসপাতালে রোগীদের স্থানান্তর করার সময় ৪ জনের মৃত্যু হয়। কিন্তু স্থানীয় বিধায়ক ও মন্ত্রী জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে রোগীদের। 

মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

আগুন লাগার কারণ বের করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে থানে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বিরার এলাকার আরেকটি হাসপাতালে আগুন লেগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ১৪ করোনাভাইরাস রোগীর মৃত্যু হয়েছিল।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি