ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্যের নির্বাচনে বিজয়ী বাংলাদেশী বংশোদ্ভূত ৩ প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৯, ৯ জুন ২০১৭

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত তিন প্রার্থী। তারা হলেন, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক। নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জিতেছেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ হাজারের বেশি ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ।
ব্রিটিশ পার্লামেন্টে বাঙালী কন্যাদের পদচিহ্ন পড়েছে বেশ আগেই। এবারো রয়েছে তার ধারাবাহিকতা।
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ১৪ বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের মধ্যে শুধুমাত্র লেবার পার্টির তিন নারী সদস্য জয় পেয়েছেন।
লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন আসন থেকে প্রার্থী হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। দুই বছর আগে এই আসন থেকে টিউলিপ প্রায় এক হাজার ভোটের ব্যবধানে জিতলেও, এবার জয় পেয়েছেন প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে। এর মধ্য দিয়ে ৩৫ বছর বয়সী টিউলিপের রাজনৈতিক প্রজ্ঞার প্রকাশ পেয়েছে বলে মনে করছেন তার সমর্থকরা।
ফলাফল ঘোষণার সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন টিউলিপের মা শেখ রেহানা, ভাই  রাদওয়ান মুজিব সিদ্দিক ববি,  বোন রুপন্তি সহ পরিবার ও দলের সদস্যরা। মেয়ের সাফল্যে জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
আর জয়ের জন্য ব্রিটিশ জনগনের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির অবদানের কথা স্মরণ করেন টিউলিপ।
তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। বেন্থাল গ্রিন এন্ড বো থেকে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রুশনারা।
জয়ের ধারা অব্যাহত রেখেছেন আরেক বাঙালি প্রার্থী রূপা হক। লড়েছিলেন লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে। ১৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন রূপা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি