ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ৩ মে ২০২১

Ekushey Television Ltd.

মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী দেশটির সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি বা কেআইএ আজ সোমবার এক বিবৃতিতে বলেছে, বিমান হামলার জবাবে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

কাচিন গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান নও বু বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

তিনি টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।”

তবে তারা কী ধরণের অস্ত্র ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছন তা জানাতে রাজি হননি বিদ্রোহীদের তথ্য কর্মকর্তা।

নিউজ পোর্টাল মিজ্জিমা ডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি